প্রথম ডেটে আনন্দ আর উত্তেজনার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বেশি থাকে, সেটা হলো স্নায়ুচাপ। ডেটের এই নার্ভাসনেসটুকু সুন্দর সন্দেহ নেই, তবে এর একটা বিপদের দিকও আছে। সেটা হলো, ‘কী বলব, কী বলব না’র ফাঁদে পা দিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলা। প্রথম দর্শনেই যদি উল্টাপাল্টা প্রশ্ন করে সঙ্গীকে বিরক্ত করে ফেলেন, তবে কে জানে, প্রথম ডেটই হয়ে যেতে পারে আপনার শেষ ডেট। ছিমছামভাবে যাবেন। খুব বেশি আশা রাখবেন না। চলুন জেনে নিই এমন ১০টি প্রশ্ন, যেগুলো কখনো প্রথম দেখা হওয়ার দিন আপনার করা উচিত হবে না।
এই প্রশ্ন কখনোই করা উচিত না। কারণ, আপনি প্রেম করতে এসেছেন, গোয়েন্দা হয়ে আসামির জবানবন্দি নিতে আসেননি। এমন প্রশ্ন আপনার সম্বন্ধে যেমন নেতিবাচক ধারণা দেবে, তেমনি নষ্ট করে ফেলবে প্রথম দিনের বিশেষ মুহূর্তটাও।