উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় আগামী বছর অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে পারবে না বার্সেলোনা। এই দুটি বড় ধাক্কার পর আরও দুঃসংবাদ পেল তারা। পিএসজির মাঠে তাদের সমর্থকদের বর্ণবাদী আচরণ প্রমাণিত হওয়ায় স্প্যানিশ ক্লাবটিকে আর্থিক জরিমানা করল উয়েফা।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফরাসি চ্যাম্পিয়নদের মাঠে খেলতে যায় বার্সা। পার্ক দে প্রিন্সেসে ৩-২ গোলে জেতা ম্যাচে তাদের ভক্তরা বর্ণবাদী আচরণ ও অঙ্গভঙ্গি করেন। সেসবের ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। শুধু তাই নয়, আতশবাজি ফুটিয়ে স্টেডিয়ামটির সিটের ক্ষতিসাধন করার অভিযোগও ওঠে কাতালানদের সমর্থকদের বিরুদ্ধে।