ডেস্কটপের স্ক্রিন রেকর্ড করা একটি দরকারি ফিচার, যা উইন্ডোজ ১১-এ রয়েছে। পেশাদার কাজের ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ে নজর দিতে বা সহকর্মীদের নানা বিষয় দেখানোর ক্ষেত্রেও স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হতে পারে। একটি প্রেজেন্টেশন রেকর্ড করে কোম্পানির বিভিন্ন স্তরে সেটি শেয়ার করতে পারেন।
এ ছাড়া, গেইম খেলার ক্লিপও রেকর্ড করে বন্ধুদের সঙ্গে কিংবা সামাজিক মাধ্যমে শেয়ার করা যাবে স্ক্রিন রেকর্ড করে। আর সঠিক পদক্ষেপগুলো জানা থাকলে উইন্ডোজে এ ফিচার ব্যবহার করা খুবই সহজ বলে প্রতিবেদনে লিখেছে ডিজিটাল ট্রেন্ডস।
স্ক্রিন রেকর্ডার
উইন্ডোজের ‘স্নিপিং টুল’ ফিচারের মধ্যেই এখন ‘স্ক্রিন রেকর্ডার’ নামের অপশন পাবেন। এটি ঝামেলা ছাড়াই স্ক্রিন রেকর্ড করতে দেয়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটি কাজ করে।
১. স্টার্ট মেনু থেকে ‘স্নিপিং টুল’ বেছে নিন।
২. টুলবার থেকে ‘রেকর্ড’ বাটনে ক্লিক করুন ও ‘নিউ’ অপশনটি বেছে নিন।
৩. স্ক্রিনের যে অংশটি রেকর্ড করতে চান সেটি বেছে নিন।
৪. ‘স্টার্ট’ অপশনে ক্লিক করুন। এবারে একটি কাউন্টডাউন বা গণনা শুরু হবে। এ কাউন্টডাউন শেষ হলেই স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে।
৫. যখন রেকর্ড করা শেষ হয়ে যাবে তখন ‘স্টপ’ অপশনে ক্লিক করুন। কোন ফোল্ডারে রেকর্ড করা ভিডিওটি সেইভ হবে সেটিও বাছাই করে নিতে পারবেন।