গাড়ির ইঞ্জিন চালু রেখে এয়ার কন্ডিশনিং (এসি) ব্যবহার করলে বড় সমস্যার মুখে পড়তে হতে পারে। গাড়ি থামিয়ে এসির হাওয়া খাওয়া অনেকের মধ্যেই এই অভ্যাস রয়েছে। এ স্বল্প সময়ের জন্য যে পরিমাণ তেল পুড়বে তা জানলে চোখ কপালে উঠবে। এছাড়াও নানান টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে গাড়িতেও।
বিশেষজ্ঞদের মতে, গাড়ির ইঞ্জিন চালু রেখে এসি চালালো তা জ্বালানির অপচয় করা। এতে গাড়ির ইঞ্জিনের দীর্ঘায়ু প্রভাবিত হতে পারে। গাড়ির ইঞ্জিনের কুলিং সিস্টেম যদি ঠিকঠাক থাকে এবং ভালো রক্ষণাবেক্ষণ করা হয় ও পর্যাপ্ত জ্বালানি থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিশ্চিন্তে এসি চালাতে পারেন।
তবে গাড়ির ইঞ্জিন যদি বন্ধ থাকে কিংবা জ্বালানির পরিমাণ যদি কম হয় তাহলে বড় সমস্যায় পড়তে হতে পারে। তাছাড়া ইঞ্জিন বন্ধ রেখেও এসি চালানো যায় না। কারণ এসির কম্প্রেসর কাজ করবে ইঞ্জিনের ওপর নির্ভর করেই।