ঢাকার দুই সিটি করপোরেশনের বর্জ্যবাহী যানবাহন থেকে চুঁইয়ে পড়া তরল বর্জ্য বিপদে ফেলছে নগরবাসীকে। দুর্গন্ধযুক্ত বর্জ্য সড়কে পড়ে পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনই সড়ক পিচ্ছিল হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে দৈনিক ৩ হাজার ২০০ টন বর্জ্য সরিয়ে নেওয়া হয় আমিনবাজার ল্যান্ডফিলে। আর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩ হাজার টন বর্জ্য নিয়ে যাওয়া হয় মাতুয়াইলের ল্যান্ডফিলে।
খোলা ট্রাক, ডাম্প ট্রাক, কনটেইনার ক্যারিয়ার, আর্মরোল ক্যারিয়ার ও কমপ্যাক্টর ট্রাকে করে এসব বর্জ্য পরিবহন করে থাকে দুই নগর সংস্থা। এর মধ্যে কমপ্যাক্টর ট্রাক ছাড়া বাকিগুলো দিয়ে তরল বর্জ্য চুঁইয়ে পড়ে।