নজরদারির পুঁজিবাদ ও নাগরিক স্বাধীনতা

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৪

মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটর কোম্পানি এবং জেনারেল মোটর্স পুঁজিবাদী অর্থনীতিতে নতুন ধারার প্রবর্তন করে। এ ধারাটি হলো বিশাল ও ব্যাপক গণ-উৎপাদনভিত্তিক ব্যবস্থাপনা পুঁজিবাদ। দেখা গেছে, নতুন ধরনের অর্থনৈতিক যুক্তি এবং এগুলোর বাণিজ্যিক মডেল আবিষ্কৃত হয়েছে মানুষের ট্রায়াল এবং এর প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের সময়ে গুগল নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে অগ্রনায়ক, আবিষ্কারক, ধ্যান-ধারণার সম্প্রসারণকারী, পরীক্ষণকারী, অগ্রগামী বাস্তবায়নকারীর। কিন্তু কোন ক্ষেত্রে? এর ভূমিকা হচ্ছে নজরদারি পুঁজিবাদের রোল মডেল এবং তার বিস্তৃতি ঘটানোর আড্ডা হিসাবে। জেনারেল মোটর্স এবং ফোর্ড তাদের উদ্ভাবনার মাধ্যমে বিংশ শতাব্দীর পুঁজিবাদের আইকনে পরিণত হয়। এর ফলে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে পণ্ডিতরা গবেষণা করার তাগিদ অনুভব করেন।


সাধারণ মানুষও তাদের প্রতি আকৃষ্টবোধ করেন। কেননা এ নামকরা কোম্পানিগুলো অন্য কোম্পানিগুলোর জন্য শিক্ষা গ্রহণের উৎস হিসাবে দাঁড়িয়ে যায়। সাম্প্রতিককালে গুগল যা করছে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা সংগত। এ পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্য শুধু গুগলের সমালোচনা করা নয়। এটা প্রয়োজন কীভাবে গুগল একটি শক্তিশালী পুঁজিবাদী ব্যবস্থার চয়ন ঘটাচ্ছে তা বোঝার জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us