অনেক আগেই বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার নামে আইপিএল বেটিং, নীলছবি মামলায় নাম উঠেছিল। এবার বিটকয়েন জালিয়াতি মামলাতেও নাম জড়িয়েছে তার।
এ কারণে রাজ-শিল্পার স্থাবর-অস্থাবর সব মিলিয়ে প্রায় ১০০ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। এর মধ্যে জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল বাংলোও রয়েছে। যে বাংলো কিনা অভিনেত্রী শিল্পা শেঠির নামে কেনা হয়েছে।