বৈশাখে পানি দিয়েই হোক রূপচর্চা

আজকের পত্রিকা প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ২২:৫৪

বৈশাখের দাবদাহ শুরু হয়ে গেছে। প্রচণ্ড গরমে তুলনামূলক ঘাম বেশি হচ্ছে। গরমকালে ত্বকে ঘামাচিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ সময় ত্বকের সাধারণ একটি সমস্যা হলো ব্রণ। ত্বকের এ ধরনের সমস্যার সমাধান কিন্তু পানির মতোই সহজ! একটু ঘুরিয়ে বললে, গরমে ত্বকে যত ধরনের সমস্যা দেখা দেয়, সেগুলোর অধিকাংশ দূর করা সম্ভব পানির ঝাপটায়। এ সময় পানির নানান মিশ্রণ ব্যবহার করা যেতে পারে। ত্বক পরিষ্কার করা থেকে ময়েশ্চারাইজেশন—সবকিছুই করা সম্ভব শুধু পানি দিয়ে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ত্বক প্রাণবন্ত রাখতে সহায়তা করে।


ত্বক সজীব রাখতে


পানি আমাদের ত্বকের কোলাজেন ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বকে বয়সের ছাপ পড়ে না। বাইরে থেকে ফিরে সঙ্গে সঙ্গে হাত-মুখ ধুয়ে ফেলতে হবে। এ ছাড়া দিনে কয়েকবার পানির ঝাপটা দিলে মুখে ময়লা জমতে পারে না। তাই তিন থেকে চার ঘণ্টা পর পর মুখে পানির ঝাপটা দেওয়া উচিত। রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে মুখ পর্যাপ্ত পানির ঝাপটা দিয়ে নিয়মিত পরিষ্কার করলে ত্বকে লেগে থাকা অম্লীয় বা ক্ষারীয় পদার্থগুলো পরিষ্কার হয়ে ত্বকের সুষম পিএইচ ভারসাম্য বজায় থাকে। পানি নিষ্প্রাণ ত্বকে সজীবতা ফিরিয়ে আনে ও চেহারার উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us