নাটোরে অপহরণের শিকার চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন পাশার এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি। তিনি কথা বলতে পারছেন না। মাঝে মাঝে আতঙ্কে ‘পায়ের নিচে বোমা’ বলে চিৎকার করে উঠছেন। চিকিৎসকরা ধারণা করছেন, মারপিট করে তাকে চেতনা নাশক বা নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়ে থাকতে পারে। একারণে তাকে ডোপ টেস্টসহ বেশ কিছু পরীক্ষা করতে দেয়া হয়েছে।
বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় ৭ নম্বর বেডে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন দেলোয়ার হোসেন পাশা। চোখ আঘাতের কারণে ফুলে আছে। তাই চোখ মেলতে পারছেন না। তিনি অকাতরে ঘুমিয়ে আছেন। মাঝে মাঝে বিড়বিড় করে কিছু বলছেন যা বোঝা যাচ্ছে না।
তাকে দেখভালের দায়িত্বে আছেন তার মেজভাই মজিবুর রহমান। তিনি বলেন, প্রথমদিন একেবারেই বেহুঁশ ছিলেন। এখন জ্ঞান ফিরেছে। তবে পুরোপুরি না। পরিষ্কার করে কিছুই বলতে পারছেন না। মাঝে মাঝে আতঙ্কে চিৎকার করে উঠছেন। বলছেন, ‘আমাকে মেরে ফেলবে। কালো জ্যাকেট পড়ে আসছে।’ আবার বলছেন, ‘পায়ের নিচে বোমা রাখছে। বোম, বোম।’