চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন উৎপাদনে শীর্ষে উঠে এসেছে স্যামসাং। ২০ দশমিক ৮ শতাংশ বাজার হিস্যা নিয়ে অ্যাপলকে ছাড়িয়ে শীর্ষস্থান দখলে নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির বরাতে রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রি ৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ২৮ কোটি ৯৪ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। এর মধ্যে বাজার হিস্যায় অ্যাপলকে ছাড়িয়ে গেছে স্যামসাং।