ফুটবলারকে ‘চাবুকপেটা’ করছেন এক দর্শক! অভাবনীয় এমন দৃশ্যই দেখা গিয়েছিল গত বৃহস্পতিবার সৌদি সুপার কাপের ফাইনালে। ন্যক্কারজনক ওই ঘটনার পর নড়েচড়ে বসেছে সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। সৌদি ফুটবল ফেডারেশন গতকাল জানিয়েছে ‘দর্শক আচরণবিধি’ পর্যালোচনা করে সেটিতে পরিবর্তন আনতে যাচ্ছে তারা।
আবুধাবিতে অনুষ্ঠিত সুপার কাপের ফাইনালে আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আল হিলাল। সেই ম্যাচে আল ইত্তিহাদের মরোক্কান খেলোয়াড় আবদেররাজাক হামদাল্লাহর সঙ্গে তর্কাতর্কি বেধেছিল মাঠের কাছাকাছি গ্যালারিতে থাকা এক দর্শকের সঙ্গে। তর্কাতর্কির এক পর্যায়ে সেই ব্যক্তির দিকে পানি ছুড়ে মারেন হামদাল্লাহ। এরপরই সেই ব্যক্তি চাবুক দিয়ে হামদাল্লাহর শরীরে আঘাত করেন। এরপর অন্য দর্শক ও খেলোয়াড়েরা এসে দুজনকে দূরে সরিয়ে নেন। ম্যাচে ইত্তিহাদের একমাত্র গোলটি করেছিলেন হামদাল্লাহই।