ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপজয়ী কামিন্সই উইজডেনের বর্ষসেরা

আজকের পত্রিকা প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪, ১৩:২১

২০২৩ সাল প্যাট কামিন্স কাটিয়েছেন স্বপ্নের মতো। তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া দুবার শিরোপা জিতেছে ভারতকে কাঁদিয়ে। ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ উপাধিটা যে তাঁর সঙ্গেই যায়। অসাধারণ সময় পার করা কামিন্স হয়েছেন ২০২৪ উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার। 


২০২৪ সালের তারকা ক্রিকেটারদের নাম আজ প্রকাশ করেছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক। বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে কামিন্সকে। কামিন্সের নেতৃত্বেই লন্ডনের ওভালে গত বছর ভারতকে হারিয়ে ২০২১-২৩ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডে গিয়ে অ্যাশেজ ড্র করে ২-২ সমতায়। একই বছরের নভেম্বরে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়েছিল। ৪৩ উইকেট নিয়ে টেস্টে গত বছরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি কামিন্স। অজি পেসারের বর্ষসেরা ক্রিকেটার হওয়ার ব্যাখ্যায় উইজডেনের সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘প্যাট কামিন্সের নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের সফলতার পর অ্যাশেজ ধরে রেখেছে। এজবাস্টনে শেষের দিকে নেমে তার ইনিংসেরও অবদান রয়েছে। এরপর তার নেতৃত্বে ভারতে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। ২০২৩ সালে আর কোনো পেসার টেস্টে ৪২ উইকেট পায়নি।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us