গোল শব্দটি লিওনেল মেসির সঙ্গে যে দারুণভাবে মিলে যায়, সেটা আর না বললেও চলছে। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব খানেই গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। গুণী মেসির গুণ যে তাঁর ছেলে পাবে, সেটাই স্বাভাবিক। বাপকা বেটা সিপাইকা ঘোড়া—বহুল প্রচলিত কথারই বাস্তব প্রমাণ দেখা গেল মেসির ছেলের পায়ের জাদুতে।
বার্সেলোনা, পিএসজি শেষে ক্লাব ফুটবলে মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মায়ামির অ্যাকাডেমিতে খেলছে মেসির ছেলেরা। যেখানে ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টাইন তারকার মেজ ছেলে মাতেও। মায়ামির অনূর্ধ্ব-৯ দলের জার্সিতে মাতেও করেছে ৫ গোল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ছেলের নজরকাড়া পারফরম্যান্স ভাইরাল সামাজিকমাধ্যমে। কখনো প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের কাটিয়ে, কখনোবা ফ্রি কিকে লক্ষ্যভেদ করেছে মাতেও। মাতেওর এমন পারফরম্যান্স দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মেসিই খেলছেন সেখানে।