শহরে একটু স্বচ্ছল পরিবারে বেড়ে ওঠা শিশুদের পছন্দের তালিকায় থাকা খেলনাগুলোর একটি হল লেগো। তবে, সেই স্মৃতিবিজরিত খেলনার কালো বাজারের খোঁজ মিলল যুক্তরাষ্ট্রে।ঘটনা লস অ্যাঞ্জেলসের। সম্প্রতি শহরের বিভিন্ন রিটেইল স্টোর থেকে লেগো চুরি করে কালো বাজারে বিক্রি করা এক অপরাধী চক্র ধরা পড়েছে।
এ সপ্তাহে মার্কিন সংস্থা ‘ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল (সিএইচপি)’ ঘোষণা দিয়েছে, তারা চার জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে ‘প্রায় তিন লাখ ডলারের’ লেগো সেট চুরির অভিযোগ আছে।