সংবাদ সম্মেলনে কথা বলছিলেন শাবি আলোন্সো। ‘অবিশ্বাস্য’, ‘অসাধারণ’, ‘গর্ব’- এই ধরনের কথাগুলি বারবার উঠে আসছিল তার কণ্ঠে। হঠাৎই কক্ষে হইচই। দলবেঁধে হইচই করতে করতে সেখানে ঢুকে গেলে বায়ার লেভারকুজেনের ফুটবলাররা। বিয়ায়ের ছিটিয়ে, বিশাল জগ থেকে বিয়ার ঢেলে তারা ভাসিয়ে দিতে চাইলেন কোচকে। আসলে বিয়ার নয়, তা যেন উচ্ছ্বাসের জোয়ার!
লেভারকুজেনের মাঠের ভেতরেও তখন বইছে আনন্দের সেই স্রোত। সবুজ ঘাসের মাঠের এক চিলতেও দেখা যাচ্ছিল না। ম্যাচ শেষ হতেই ৩০ হাজারের বেশি দর্শক নেমে যান মাঠে। লাল-কালো জার্সি গায়ে দর্শকে ঢেকে যায় গোটা আঙিনা। এমন আনন্দ, এত উৎসব, এই মুহূর্তটির অপেক্ষা কত বছর ধরে করে আসছে এই ক্লাবটি!