ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর, তার দুদিন পর বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ- সব মিলিয়ে বাংলাদেশ গত সপ্তাহটি পার করেছে উৎসবমুখরতায়। ব্যাক টু ব্যাক এমন উৎসব খুব একটা মেলেনা। এমনিতেই ঈদের ছুটিতে মানুষ গ্রামের বাড়িতে ছুটে যায়। এর মাধ্যমে আসলে উৎসবের আনন্দটাই ছড়িয়ে পড়ে সারাদেশে। ঈদের পরপরই বর্ষবরণ, এবার দেশজুড়ে ডাবল আনন্দ হয়েছে। তবে যারা ঢাকায় ছিলেন, তাদের আনন্দটা হয়েছে ট্রিপল। একে তো দুইটা উৎসব, তারওপর ঢাকা ফাঁকা।
ব্যাক টু ব্যাক দুইটা উৎসবে এবার সবাই লম্বা ছুটি পেয়েছেন। সেই ছুটির আমেজ অবশ্য শুরু হয়েছিল আরো এক সপ্তাহ আগে থেকেই। আগের সপ্তাহের সাপ্তাহিক ছুটির সাথে শবে কদরের ছুটি মিলিয়ে তিনদিন হয়ে গিয়েছিল। যারা মাঝের দুদিন ছুটি ম্যানেজ করতে পেরেছিলেন, তারা লম্বা ছুটি পেয়েছেন। মাঝের এই দিন দশেক ঢাকা ছিল অনেকটাই অচেনা। চিরাচরিত যানজট নেই, হৈচৈ নেই, কোলাহল নেই। এমনিতে দুই কোটি লোকের চাপে পিষ্ট ঢাকাকে বিশাল মনে হয়। কিন্তু ঈদের ছুটিতে ঢাকাকে কেমন অচেনা লাগে, অসহায় লাগে। এত বড় শহর, এত যার দাপট; ২০ মিনিটেই এ মাথা ও মাথা করা যায়।