পহেলা বৈশাখের অর্থনীতি

ঢাকা পোষ্ট ড. সেলিম জাহান প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪, ১০:৫১

নববর্ষ উপলক্ষে দেশের নানান জায়গায় বসবে বৈশাখী মেলা। বরণ করে নেওয়া হবে নতুন বছরকে প্রীতি-সম্ভাষণে, গানে,  আমোদে আর মুখরোচক খাদ্যে। মেলা বসবে নানান জায়গায়, রমনার বটমূলে বসবে গানের আসর, চিরায়ত বাঙালি খাবার উঠে আসবে আমাদের রসনায়।নারী-পুরুষ, ছেলে-বুড়ো, শিশুদের কলকাকলিতে ঘন হয়ে আসবে আকাশ-বাতাস। বৈশাখী মেলা আমার মনে পাঁচটি আঙ্গিকে দেখা দেয়—উৎসব, অর্থনীতি, ঐতিহ্য, আত্মসত্তা এবং সর্বজনীনতা।


১। বৈশাখী মেলার উৎসবের দিকটি তো চিরচেনা। ঐ যে মেলা গ্রামে-গঞ্জে, নগরে-বন্দরে বিশাল মাঠে, পথের পাশের স্বল্প পরিসর স্থানে; ঐ যে মাটির পুতুল, ঘোড়া, হাতি, বর-কনে, নাগরদোলা; ঐ যে বাউলগান গ্রামের মেলায় আর রমনার বটমূলে ছায়ানটের আসর ঢাকা শহরে; ঐ যে রঙিন পোশাকে সুসজ্জিত নর-নারী, বালক-বালিকা; ঐ যে উচ্ছ্বসিত আর উৎফুল্লিত শিশুর দল—সবই তো বৈশাখী মেলার উৎসব। নানান রঙে আর ঢঙে বাঙালিরা আমোদিত হয় বছরের প্রথম দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us