You have reached your daily news limit

Please log in to continue


কোহলি, ডি ভিলিয়ার্স, গেইল থাকার পরও বেঙ্গালুরু কেন শিরোপা জিততে পারেনি

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, কেভিন পিটারসেন, ব্রেন্ডন ম্যাককালামদের মতো কিংবদন্তিরা খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি)। বিরাট কোহলি খেলছেন প্রতিষ্ঠালগ্ন থেকে। আছেন গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা। বর্তমানে দলটিকে নেতৃত্বে দিচ্ছেন ফাফ ডু প্লেসি, যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে আগে চারটি শিরোপা জিতেছেন। কিন্তু একটা ট্রফির জন্য বেঙ্গালুরুর হাহাকার এখনো ফুরোয়নি।

আইপিএলের আগের ১৬ আসরে তিনবার ফাইনাল খেলে প্রতিবারই বেঙ্গালুরু হয়েছে রানার্সআপ। বিলুপ্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ টি–টোয়েন্টিতে একবার ফাইনাল খেলে সেটিতেও হার। এবারের আইপিএলে তো আরও রুগ্ণ দশা বেঙ্গালুরুর। ৬ ম্যাচে মাত্র এক জয় নিয়ে আছে পয়েন্ট তালিকার তলানিতে। ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখতে না পারলে প্লে–অফে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন