গান, কবিতা আর ছবি এঁকে বাংলা নতুন বছর বরণ করল শিশু একাডেমি, বাংলা একাডেমি ও শিল্পকলা একাডেমি। আরও ছিল পুঁথিপাঠ, লালন সংগীত, নৃত্য, ঢাকের বাদ্য ও বক্তৃতা।
রাজধানীর বর্ষবরণ আয়োজনে উদ্দীপনা ছড়িয়েছে এই তিনটি প্রতিষ্ঠানের আয়োজন। শিশুদের পাশাপাশি নানা বয়সীদের অংশগ্রহণ অনুষ্ঠানে যুগিয়েছে প্রাণ।