একটি অ্যান্ড্রয়েড ফোনের বিভিন্ন বিষয় ব্যবহারকারী নিজের ইচ্ছে অনুসারে বদলে নিতে পারেন। সেটা ফোনের বাহ্যিক দিক হোক বা ভেতরের কোনো সেটিংস। আর যে কোনো ফোনের অন্যতম দরকারি বিষয় হল ফোন কল। আর ফোন কলে আমরা সাড়া দেই সাধারণত রিংটোন শুনেই।
ফোনে আগে থেকেই ইনস্টল করা কিছু স্টক রিংটোন থাকে। তবে, কেউ চাইলে এর বাইরে গিয়েও নিজের পছন্দ অনুসারে ফোনের রিংটোন বদলে নিতে পারেন। নিজের কন্টাক্টসের জন্য কাস্টম কলার টিউন সেট করে ব্যক্তিগত ও জরুরি কাজের কল চাইলেই আলাদা করতে পারেন৷ মাত্র কয়েকটি ট্যাপের মাধ্যমে কীভাবে নিজের পছন্দের গান ফোনের রিংটোনে সেট করবেন, চলুন জেনে নেওয়া যাক।