উৎপাদন মৌসুম শেষ হতে না হতেই এবার আলুর বাজার চড়া। বাজারে ইতিমধ্যে আলুর দাম কয়েক দফা বেড়েছে। তাতে আলু এবার মোটা চালের দামকে পেছনে ফেলে দিয়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ হিসাব অনুযায়ী বাজারে প্রতি কেজি মোটা চাল (স্বর্ণা ও চায়না ইরি) ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। আর রাজধানীতে খুচরা পর্যায়ে প্রতিকেজি আলুর সর্বনিম্ন দামই এখন ৫০ টাকা।
এলাকা বা বাজারভেদে ৫৫ থেকে ৬০ টাকায়ও বিক্রি হওয়ার কথা শোনা যায়।
রাজধানীর বাজারে ঈদের আগেই আলুর কেজিপ্রতি দাম বেড়ে ৫০ টাকার আশপাশে চলে আসে। ঈদের পরে আরেক দফা দাম বেড়েছে। এখন বড় বাজারগুলোয় প্রতি কেজি আলু ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে দোকান কম খোলায় পাড়ামহল্লা ও বাজারের বিক্রেতাদের কেউ কেউ খুচরায় ভালো মানের প্রতিকেজি আলু ৬০ টাকা পর্যন্ত রাখছে।