যেভাবে তৈরি হয় মেলার কদমা, ছাচ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ১৯:৩৪

চারিদিকে বৈশাখী উৎসবের আমেজ। এমন সময় বগুড়ার হরিপুরের কারিগরপাড়ায় রঞ্জিত, সুজনদের ঘরে চলছে বিশাল কর্মযজ্ঞ। সকাল থেকে রাত পর্যন্ত তারা তৈরি করছেন কদমা, ছাচ, খাগড়াই, বাতাসাসহ মজাদার মিঠাই।


বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে অবস্থিত এই হরিপুর গ্রাম। গত ৩০ বছর ধরে রঞ্জিত চন্দ্র দাস তার ভাই, ভাতিজাসহ ১৬ জন মিঠাই তৈরি করে সংসার চালাচ্ছেন। বাংলাসনের আশ্বিন থেকে শুরু করে জৈষ্ঠ্য মাস পর্যন্ত চলে তাদের এই মিঠাই উৎপাদনের কর্মযজ্ঞ। শুধু বর্ষার চার মাস বন্ধ থাকে কারখানা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us