টেকনাফের খারাংখালী সীমান্ত দিয়ে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিপি) কয়েকজন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার খবর পাওয়া গেছে।
টেকনাফের বিজিবি ২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, রোববার ভোরের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকা দিয়ে বিজিপির কয়েকজন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
“তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে এবং ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”
মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির জান্তা বাহিনীর লড়াই চলছে গত কয়েক মাস ধরে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সেনাপোস্ট দখল করে ইতোমধ্যে সাফল্য দেখিয়েছে বিদ্রোহীরা।