নারায়ণগঞ্জের রূপগঞ্জে হানিফ মিয়া নামে এক যুবলীগের নেতার প্রাইভেটকার ভাঙচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৩ এপ্রিল) রাতে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বইলদা এলাকায় এ ঘটনা ঘটে।
যুবলীগ নেতা হানিফ মিয়া বলেন- দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া, দাউদপুর, বইলদা, দুয়ারা, কালনি, কুলাদি, খইসাইর, কামতা, খাস দাউদপুর, বড় আমদিয়া, জিন্দা, বইলদা, ভাটপাড়া, পুটিনাসহ বিভিন্ন এলাকায় জমি না কিনে বালু ফেলে দখল করা হচ্ছে। আর বালু ভরাট ও দখলে নেতৃত্ব দিচ্ছেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। এতে করে দাউদপুর ইউনিয়নের মানুষ ক্ষুব্ধ। তিনি আমাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।