বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করায় এগিয়ে থাকল কাদিস। গোলের জন্য শট নিল বেশি, লক্ষ্যেও রাখতে পারল বেশি। কিন্তু আসল কাজটি করলেন জোয়াও ফেলিক্স, দুর্দান্ত এক গোলে গড়ে দিলেন ব্যবধান। কাদিসের মাঠ থেকে জয় নিয়ে ফিরল বার্সেলোনা।
লা লিগার ম্যাচে শনিবার রাতে ১-০ গোলে জিতল শাভি এর্নান্দেসের দল। স্পেনের শীর্ষ লিগে টানা ১০ ম্যাচে অপরাজিত থাকল শিরোপাধারীরা।
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মাঠ থেকে জয় নিয়ে ফেরা দলে আট পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ। প্রথম পছন্দের অনেকেই একাদশে না থাকায় স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ল খেলায়। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নিল ১২টি, কেবল দুটি থাকল লক্ষ্যে। অন্যদিকে কাদিস ১৪ শটের তিনটি রাখতে পারে লক্ষ্যে।