ঢাকার কোথায় কীভাবে যানবাহনে হয় চাঁদাবাজি

প্রথম আলো প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ১৩:৫২

রাত তিনটার দিকে কাঁচামাল নিয়ে গুলিস্তান থেকে পুরান ঢাকার শ্যামবাজারের আড়তে যাচ্ছিলেন লিটন ব্যাপারী। পিকআপ ভ্যান চালিয়ে তিনি যখন সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছান, তখন কয়েকজন লাঠি হাতে গাড়ির সামনে দাঁড়ান। তাঁরা লিটন ব্যাপারীর কাছ থেকে জোর করে ৫০০ টাকা চাঁদা আদায় করেন।


এই ঘটনা গত ১৬ মার্চের। ওই দিন কেবল লিটনের কাছ থেকে নয়, চাঁদাবাজরা অন্যান্য গাড়ির চালকদের কাছ থেকেও ৫০০ টাকা আদায় করতে থাকেন। একপর্যায়ে চালকেরা চিৎকার শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজন চাঁদাবাজকে গ্রেপ্তার করে।


বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় চালক লিটন ব্যাপারী বাদী হয়ে বংশাল থানায় চাঁদাবাজির মামলা করেছেন।


কেবল পুরান ঢাকা নয়, গত ফেব্রুয়ারি ও মার্চে রাজধানীর যাত্রাবাড়ী, কোতোয়ালি, মোহাম্মদপুর, তেজগাঁও, সূত্রাপুর, বাড্ডা, দারুস সালাম, নিউমার্কেট থানায় চাঁদাবাজির ঘটনায় অন্তত ১৪টি মামলা হয়েছে। অন্তত ৫৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us