চুম্বক এমন একটি কাঠামো যার আকর্ষণ ক্ষমতা আছে। এটি আসলে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে এবং এর ফলে বিশেষ কিছু ধাতব বস্তুকে এটি আকর্ষণ করে। গবেষকরা বলছেন, সম্প্রতি নানা কারিগরি বিষয়ে এর ব্যবহার বেড়েছে অনেকখানি।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ‘ক্লিভল্যান্ড ক্লিনিক’-এর ড. ম্যাথিউ ক্রোহ। কিছুদিন আগেই রোবটিক সহায়ক ব্যবস্থার মাধ্যমে এক কষ্টকর এক গল ব্লাডার অপসারণ করেছিলেন তিনি। সাম্প্রতিক মাসগুলোয় এ হাইটেক ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু একই ধরনের অস্ত্রোপচার করেছেন তিনি ও তার দল।
“এটি আমাদের আগের চেয়ে কম কাটাছেঁড়া করে বিভিন্ন সাধারণ অপারেশন করার সুযোগ দেয়,” বলেন ম্যাথিউ। তার হাইটেক ব্যবস্থার কেন্দ্রে রয়েছে চুম্বকের ব্যবহার।