এ বছর ঈদ সামনে রেখে বলিউডে চমক জাগানো ঘটনা ঘটে গেছে। বলিউডের ব্লকবাস্টার ঈদের সিনেমার ক্ষেত্রে যেখানে বরাবরই সালমান খানের দাপট, সেখানে এবার ঘটেছে ব্যতিক্রম। তাঁর কোনো সিনেমাই মুক্তি পায়নি। তা ছাড়া অন্য খানদের সিনেমাও এবার মুক্তি পায়নি। বরং বক্স অফিসে টক্কর শুরু হয়েছে অক্ষয় কুমার-টাইগার শ্রফ জুটির সঙ্গে অজয় দেবগনের।
২০০৭ সালের পর আবার ঈদে অক্ষয় কুমারের সিনেমা মুক্তি পেল। হাসি, অ্যাকশন, রোমান্স, ড্রামা আর বিনোদনে ভরা সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর। যাঁর নামের পাশে শোভা পাচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুলতান’ সিনেমার সাফল্য।
অন্যদিকে অজয় দেবগন হাজির হচ্ছেন বায়োগ্রাফিক্যাল ফিল্ম ‘ময়দান’ নিয়ে। ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনী তুলে ধরা হয়েছে এতে। তাঁর কোচিংয়েই ভারত ১৯৫১ ও ১৯৬২ এশিয়ান গেমসে গোল্ড মেডেল জেতে এবং প্রথম এশীয় দেশ হিসেবে ১৯৫৬ সামার অলিম্পিকে সেমিফাইনালে ওঠে। ছবিটির পরিচালনা করেছেন অমিত শর্মা।