নাটকের গল্পের মতোই ভক্তের সঙ্গে জোভানের প্রেম, পরিণয়

প্রথম আলো প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৪, ০৯:৪৯

করোনার মধ্যে শুটিং ছিল না। সারা দিন রুমেই কাটত ফারহান আহমেদ জোভানের সময়। সিনেমা দেখা, বই পড়ার ফাঁকে মাঝেমধ্যে ফেসবুক, ইনস্টাগ্রামে ঢুঁ মারা। নতুন ছবি পোস্ট করা। ইনস্টাগ্রাম স্টোরিতে তেমনই একটি ছবি পোস্ট করেছিলেন ছোট পর্দার এই অভিনেতা। সেই ছবিতে একটি মেয়ে ‘ক্রাশ’ মন্তব্য করে। মেয়েটির নাম সাজিন আহমেদ নির্জনা। অভিনয়ে খ্যাতি পাওয়ার পর এমন মন্তব্য অনেকই পেয়েছেন। তবু আউটবক্সের সেই ‘ক্রাশ’ মন্তব্যে আটকে যায় জোভানের চোখ। কারণ, মেয়েটির প্রোফাইল পিকচার। কৌতূহলবশে সেই প্রোফাইল ঢুকে পড়েন জোভান।


সেই প্রথম কোনো ভক্তের ‘ক্রাশ’ মন্তব্যের রিপ্লাই দেন জোভান। পরের ছবিগুলোতেও মন্তব্য আসতে থাকে। তখনো কোনো কথা হয়নি। কিন্তু ইনস্টাগ্রামে মন্তব্য আর কত? একদিন নির্জনার কাছে ফোন নম্বর চেয়ে বসেন জোভান। মানুষটি আসল কি না, সেটাও যাচাই হয়ে যাবে। নির্জনাও জোভানের ফোন নম্বর চান। মেয়েটির নম্বর পেলেও নিজের নম্বর সেদিন আর দেননি জোভান। হেসে সেদিনের কথা বললেন জোভান, ‘আমি তাকে নম্বর না দিয়ে বললাম, এখন থেকে তোমার ফোনে যত অপরিচিত নম্বর থেকে ফোন আসবে, মনে করবে সব কটি আমার নম্বর। সেভাবেই ধরবা। তাহলে তোমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে।’ এসবই ২০২১ সালের ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us