দেশের অন্যতম দুই সেরা ক্রীড়াবিদ আরচ্যার রোমান সানা ও দিয়া সিদ্দিকী। গত বছর জুলাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের পর এবারই প্রথম ঈদ রোমান-দিয়াদের। তাই দুই জনের মধ্যেই একটু বাড়তি উন্মাদনা ও ভিন্ন অনুভূতি।
দিয়া সিদ্দিকীর বয়স মাত্র বিশ। এর মধ্যেই বিবাহিত জীবন শুরু করেছেন। বিবাহিত জীবনের প্রথম ঈদ কাটাবেন স্বামী রোমান সানার খুলনার বাড়িতে। শ্বশুরবাড়ি খুলনায় ঈদ করতে নিজ বাড়ি নীলফামারী থেকে ২৯ রোজায় পৌঁছেছেন দিয়া।
বিয়ের পর প্রথম ঈদ কাটানো নিয়ে বেশ উচ্ছ্বাস দেশসেরা নারী আরচ্যারের ‘এবার ঈদটা অবশ্যই বিগত ঈদগুলোর চেয়ে ভিন্ন। আগে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতাম। এখন স্ত্রী, বৌমা পরিচয়ে ঈদ কাটাব। ঈদে রোমানদের এলাকার সংস্কৃতিও জানব। আমি তাদের বাড়িতে ছোট বৌ, বেশ আদরেই সময় কাটছে।’