কয়েক মাস আগে বাজারে এসেছে জাপানি ব্র্যান্ড ইয়ামাহার ১৪৯ সিসি ইঞ্জিনক্ষমতার এফজেড–এক্স মোটরসাইকেল। ইয়ামাহার দেশীয় একমাত্র পরিবেশক ও যৌথ কারিগরি সহযোগী এসিআই মোটরস। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দেখতে স্টাইলিশ, উচ্চ ক্ষমতা, স্মুথনেস, ভালো ভারসাম্য এবং বড় ও আরামদায়ক সিটের জন্য ইতিমধ্যে মোটরসাইকেলটি বাইকপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। সম্প্রতি আরমাডা ব্লু কালারের ইয়ামাহা এফজেড–এক্স বাজারে এসেছে।
পাঁচ গিয়ারের এই মোটরসাইকেল প্রতি লিটার জ্বালানি খরচে ৪৫ কিলোমিটার পথ (মাইলেজ) পাড়ি দিতে সক্ষম। যদিও বাইকচালক, বাইকের অবস্থা ও রাস্তার পরিস্থিতির ওপর নির্ভর করে মাইলেজ কমবেশি হতে পারে। বাইকটির ফুয়েল ট্যাংকের ধারণক্ষমতা ১০ লিটার।