এমিরেটসে কাল রাতে আর্সেনাল জেতেনি, জেতেনি প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখও। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছে ইংলিশ ও জার্মান ক্লাব দুটি। সমতায় শেষ হওয়া প্রথম লেগের ম্যাচটিতে স্কোর লাইন ছাড়াও সমতা ছিল আরেকটি বিষয়ে। দুই দলই যে ম্যাচ শেষে ‘ন্যায্য’ পেনাল্টি না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছে।
শেষ মুহূর্তে আর্সেনালকে পেনাল্টি না দিয়ে গানার সমর্থকদের দুয়ো শুনে মাঠ ছেড়েছেন রেফারি গ্লেন নিবার্গ। তবে সুইডিশ রেফারির ওপর রাগটা বেশি ঝেড়েছেন বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেল। দলটির ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন পেনাল্টি থেকে একটি গোল করলেও টুখেল মনে করছেন আরেকটি পেনাল্টি প্রাপ্য ছিল তাঁর দলের।