আভিধানিক দৃষ্টিকোণে উৎসব বলতে আনন্দপূর্ণ এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বোঝায়। এই বাংলাদেশে ধর্মীয়, সামাজিক, জাতীয় এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন উৎসব পালিত হয়। বাঙালি উৎসব প্রিয়। শ্রেণি, বর্ণ, পেশা নির্বিশেষে কমবেশি সবাই উৎসবে অংশগ্রহণের পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করে থাকেন। আর এই উৎসব প্রবণতাকে কেন্দ্র করে গড়ে ওঠে বৃহৎ অর্থনীতি।
এতে উৎপাদনকারী, আমদানিকারক, ছোট বড় সব পাইকারি-খুচরা ব্যবসায়ী ও উদ্যোক্তা প্রত্যেকেই কিছু না কিছু লাভবান হোন। সামগ্রিকভাবে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে।