বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের শিক্ষকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ফ্যাটি লিভারের চিকিৎসায় কালো মেঘ ও অর্জুন এবং লিভার ক্যান্সারের চিকিৎসায় আমলকীর ওপর পরিচালিত গবেষণার ফলাফল আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৯ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হকের সঙ্গে তার কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের শিক্ষকদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সহযোগী অধ্যাপক ডা. আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ ও কনসালটেন্ট ডা. ফয়সাল আহমেদ।