কাতার বিশ্বকাপে সেই যে হাঁটুতে চোট পেলেন, এরপর আর কখনোই সেভাবে টানা খেলতে পারছেন না গাব্রিয়েল জেসুস। বারবার চোটের ছোবলেই তা সম্ভব হয়নি। লড়াই করে ফিরে এসেছেন, তো কিছুদিন পর আবার ছিটকে গেছেন। এবার ব্রাজিলিয়ান তারকা জানালেন আরও বড় ভয়ের খবর, গত প্রায় দেড় বছর ধরে খেলছেন ব্যথা নিয়েই!
ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।
২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপে হাঁটুতে চোট পেয়ে ছিটকে পড়েন জেসুস। এরপর থেকে হাঁটুর সমস্যাজনিত কারণে বিভিন্ন মেয়াদে আরও তিনবার মাঠের বাইরে যেতে হয়েছে আর্সেনাল তারকাকে।