চট্টগ্রামের আসকারদীঘিপাড়ে ছোট্ট বাসাটিতে ঢুকেই দেখা গেল ফ্রেমে বাঁধা আইনুল হকের ছবি। সন্তানের ছবির পাশেই সোফায় বসে মা লুৎফে আরা বেগম জানতে চাইলেন, ‘আমার ছেলে কখন ফিরে আসবে? কখন মুক্তি পাবে দস্যুদের হাত থেকে?’
আইনুল হক সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক। গত ১২ মার্চ সোমালিয়ার দস্যুরা ভারত মহাসাগর থেকে জাহাজটি ছিনতাই করে। তারা আইনুল হকসহ জাহাজের ২৩ নাবিককে জিম্মি করেছে। আজ মঙ্গলবার জিম্মিদশার ২৭ দিন চলছে। এখনো নাবিকদের মুক্তির বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
ছেলের চিন্তায় মায়ের ঘুম আসে না। ঘুমানোর জন্য প্রতিদিন ঘুমের ওষুধ সেবন করছেন বলে জানালেন তিনি। লুৎফে আরা বেগম তিন দিন আগে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক দেখে পরামর্শ দেন, দুশ্চিন্তা করা যাবে না। চিকিৎসকের পরামর্শ কীভাবে মানবেন মা?