বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে লিখিত বা অডিও বার্তা পাঠানোর পাশাপাশি স্ট্যাটাসও দেওয়া যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। শুধু তাই নয়, স্ট্যাটাস কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা নির্ধারণের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করেন। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়া স্ট্যাটাস অপশনে এবার ‘প্রাইভেট ট্যাগ’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
প্রাইভেট ট্যাগ সুবিধা চালু হলে নিজেদের স্ট্যাটাসে নির্দিষ্ট ব্যক্তির নাম ট্যাগ করা যাবে। এরপর স্ট্যাটাস প্রকাশ করলেই ট্যাগ করা ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাটাস প্রকাশের নোটিফিকেশন পাঠাবে হোয়াটসঅ্যাপ। ফলে কাজে ব্যস্ত থাকলেও তিনি সহজে স্ট্যাটাসটি দেখতে পারবেন। শুধু তাই নয়, স্ট্যাটাসে কোনো ব্যক্তির নাম ট্যাগ করা হলে অন্য কেউ তা দেখতে পারবেন না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।