ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ এই হামলায় হুথিদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন সিস্টেম ধ্বংসের দাবি করেছে মার্কিন বাহিনী।
এর আগে গত রোববার মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি জাহাজে হামলার কথা জানিয়েছিল হুথি গোষ্ঠী। যদিও সেসময় বাণিজ্যিক, মার্কিন এবং জোটের অন্যান্য জাহাজগুলোতে কোনও ধরনের আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।মঙ্গলবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।