মৌসুমের শেষের সময় প্রায় ঘনিয়ে আসছে। ইউরোপিয়ান ফুটবলে আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের খেলা। ক্লাব পর্যায়ের মহাদেশীয় আসরের শেষ আটের লড়াই মানেই অন্যপ্রান্তে ফুরোচ্ছে লিগ প্রতিযোগিতার সময়। শীর্ষ ৫ লিগের ৩টিতেই শিরোপা কারা পাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে। দুই লিগে এখনও সুযোগ আছে প্রতিদ্বন্দ্বীতার।
জার্মান বুন্দেসলিগায় এবার দেখা যেতে পারে নতুন কোনো চ্যাম্পিয়ন দলকে। ইতালিতে শিরোপা পুনরুদ্ধার করতে আর দুই জয় দরকার ইন্টার মিলানের। ফ্রান্সের লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইন বরাবরের মতোই ধরে রেখেছে একক আধিপত্য। স্পেনে রিয়াল মাদ্রিদ আছে শিরোপার কক্ষপথে।