লা লিগায় মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যু কিংবা ন্যু ক্যাম্পে নয়, ম্যাচটি হচ্ছে জেদ্দায় বা মায়ামিতে! আবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ডার্বি ম্যানচেস্টারে নয়, হচ্ছে সিঙ্গাপুরে!
অদূর ভবিষ্যতে এমনটা হতে দেখলে অবাক হবেন না। কোনো দেশের ঘরোয়া লিগের ম্যাচে অন্য দেশে আয়োজনের বাধা যে দূর হতে চলল। খোদ ফিফা সিদ্ধান্ত নিয়েছে এক দেশের লিগ ম্যাচ অন্য দেশে আয়োজনের প্রয়োজনীয় আইন সংস্কার করতে। ফিফার বিদ্যমান আইনে ঘরোয়া লিগের ম্যাচ সেই দেশের ভৌগোলিক চৌহদ্দিতে আয়োজনের বাধ্যবাধকতা আছে।