সন্ত্রাস মাদক চাঁদাবাজি করে নুরু কোটিপতি

যুগান্তর প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১১:৫৭

বগুড়ার শাজাহানপুরে নুরুজ্জামান নুরু ওরফে ঠ্যাংকাটা নুরু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদকে ঢাল হিসাবে ব্যবহার করে পুরো এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। টেন্ডারবাজি, মাটির ব্যবসা, মাদক ব্যবসা ও জমি দখল তার নিত্যকাজ। দীর্ঘদিন এসব থেকে অর্জিত অর্থ দিয়ে প্রশাসন, ক্যাডার ও দলীয় গডফাদারদের লালন-পালন করে আসছেন। স্বেচ্ছাসেবক লীগে জামায়াত-বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসন করেছেন।


সর্বশেষ দলীয় সন্ত্রাসীকে ছাড়িয়ে নিতে শনিবার থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত, মহাসড়ক অবরোধ করে শক্তির জানান দিতে গিয়ে ধরা পড়েছেন। পুলিশ নুরু ও তার সহযোগী হাসান নাজমুলের বাড়ি থেকে ১৫ রাউন্ড গুলি ভর্তি দুটি বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার করেছে। পুলিশ বাদী হয়ে নুরু ও তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে এবং পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার রাতে দুই মামলা করেছে। গ্রেফতার নয়জনকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পদ-পদবি থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পরে ব্যবস্থা নিতে কেন্দ্রে জানানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us