এনিয়াক তৈরির চুক্তি সম্পন্ন

প্রথম আলো প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১১:৩৩

ইলেকট্রনিক নিউমেরিকাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার (এনিয়াক) নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এনিয়াক এমন এক যন্ত্র যেটি প্রতি সেকেন্ড পাঁচ হাজার যোগ করতে সক্ষম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপনীয়তার সঙ্গে এনিয়াক ব্যবহার করা হয়। এর মূল কাজ ছিল যুদ্ধে গোলা নিক্ষেপের সময় ও দূরত্ব নির্ধারণ করা। এনিয়াকের আগে নারীদের একটি বড় দল যান্ত্রিক ডেস্কটপ ক্যালকুলেটরে গোলা নিক্ষেপের স্থান–কালের হিসাব–নিকাশ বের করত। যুদ্ধ শেষ হওয়ার পরও (১৯৪৬) এনিয়াকের নির্মাণ সম্পন্ন হয়নি। তবে কম্পিউটার প্রকৌশলীদের এনিয়াকের নকশা থেকে অনেক কিছু শিখেছে।


১৯৪৬ সালের জুলাই ও আগস্ট মাসে এনিয়াকের দুই উদ্ভাবক একার্ট ও মচলি প্রকৌশলীদের জন্য গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছিলেন। এনিয়াক সাধারণ গণনার সমাধান করতে পারত। আবার যুক্তরাষ্ট্রের হাইড্রোজেন বোমার মতো গোপনীয় সামরিক প্রকল্পেও এনিয়াক ব্যবহার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us