উপকরণ: মুরগি কিউব কাট বা জুলিয়ান কাট ২ কাপ, আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, সয়া সস আধা চা-চামচ, অয়েস্টার সস আধা চা-চামচ, চিলি সস আধা চা-চামচ, টমেটো সস আধা চা-চামচ, ভিনেগার আধা চা-চামচ, তেল পরিমাণমতো, রসুনকুচি আধা চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, আনারস কিউব করে কাটা আধা কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ,
পানি দেড় টেবিল চামচ, ব্রাউন সুগার সিকি চা-চামচ, কাঁচা মরিচকুচি ২ থেকে ৩টি, ধনেপাতা প্রয়োজনমতো, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ।