‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিংয়ে কলকাতায় কার্তিক

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ১০:৪৭

কলকাতা এখন বলিউডময়। একদিকে কাজল শুটিং করলেন নতুন ছবি ‘মা’-এর। আরেকদিকে সোমবার (৮ এপ্রিল) শহরে এসে পৌঁছেছেন বলিপাড়ার হার্টথ্রব কার্তিক আরিয়ান! সূত্র বলছে, চলতি সপ্তাহে কলকাতার আনাচ-কানাচে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিং করবেন কার্তিক। এরইমধ্যে শহরে এসে রেকি সেরে ফেলেছেন ছবির পরিচালক অনীশ বাজমি। কার্তিক কি একা এসেছেন? নাকি সঙ্গে রয়েছে ‘ভুলভুলাইয়া ৩ -এর দুই অভিনেত্রী বিদ্যা বালান ও তৃপ্তি দিমরি?


সূত্র বলছে, আপাতত কলকাতায় শুটিং সারবেন কার্তিকই। সঙ্গে দেখা যেতে পারে বাংলা নাট্যজগতের অভিনেতা তনভিরুল ইসলামকে। পুরোনো কলকাতাকে মাথায় রেখেই নাকি ছবির শুটিং সারবেন পরিচালক কার্তিক। মঙ্গলবার সকাল থেকেই এ শহরে শুরু হবে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিং।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us