তিন ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। আটক সবাই পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ সোমবার সন্ধ্যা ৬টায় জেলা পুলিশ সুপার সৈকত শাহীন আজকের পত্রিকা মোবাইল ফোনে জানান, যৌথ অভিযানে এই পর্যন্ত ৫৪ জনকে আটক হয়েছে। থানচি ও রুমা উপজেলা থেকে সবচেয়ে বেশি আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা কেএনএফ সদস্য।
এর আগে আজ বিকেল পৌনে ৪টায় রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কেএম আরাফাত আমিন জানান, বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৭টি দেশি বন্দুক, ২০টি রাউন্ড গুলি, কেএনএফ’র পোশাক, ল্যাপটপ, বিভিন্ন সরঞ্জামসহ আরও দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি জানান, রুমার বেতেল পাড়া এলাকায় অভিযান পরিচালনা ৭টি দেশি বন্দুক, ২০টি রাউন্ড গুলি, কেএনএফের পোশাক, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট, ১টি ছুরি ও বিভিন্ন সরঞ্জামসহ দুই জনকে আটক করা হয়েছে।