শত শত মার্কিন তরুণ–তরুণী আগামী ৮ এপ্রিল বিয়ে করবেন বলে মনস্থির করেছেন। তাঁদের সবার ভেতরে একটাই মিল। তাঁরা প্রত্যেকেই জ্যোতির্বিদ্যা চর্চা করেন। ঘটনা হলো, ৮ তারিখ সূর্যগ্রহণ। আর যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্য থেকে সেটা সবচেয়ে ভালো দেখা যাবে। সেই সূর্যগ্রহণ দেখা উপলক্ষে ‘টোটাল একলিপস অব দ্য হার্ট’ শিরোনামে এক উৎসবের আয়োজন করা হয়েছে।
এরই অংশ হিসেবে সূর্যগ্রহণকে সাক্ষী রেখে বিনা মূল্যে বিয়ের আয়োজনও আছে। যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য থেকে তিন শতাধিক জুটি বিয়ের জন্য নিবন্ধন করেছেন (পিপল ম্যাগাজিনের অনলাইন সংস্করণে ২৮ মার্চ প্রকাশিত তথ্য অনুযায়ী)।