ওয়েবের অস্কার হিসেবে খ্যাত ওয়েবি অ্যাওয়ার্ডসের সহপ্রতিষ্ঠাতা টিফানি শ্লেইন জন্মগ্রহণ করেন। টিফানি একাধারে চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও লেখক। যুক্তরাষ্ট্রের একটি রেডিও অনুষ্ঠানে তাঁকে ইন্টারনেট পথিকৃৎ হিসেবেও অভিহিত করা হয়েছে। টিফানি শ্লেইন ইন্টারন্যাশনাল একাডেমি অব ডিজিটাল আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রতিষ্ঠাতা। টিফানি ‘ক্লাউড চলচ্চিত্র’ নির্মাণ ধারণার প্রবর্তক।
তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা হলো ব্রেইন পাওয়ার: ফ্রম নিউরনস টু নেটওয়ার্কস (২০১২) ও দ্য ট্রাইব: অ্যান আনঅর্থোডক্স ডিসকাশন কিট (২০০৬)।