লেখাটা লিখতে গিয়ে দেখলাম, এই দেশে বহু নারীই পুরুষের টাকায় চলে। আবার উল্লেখযোগ্য সংখ্যক নারী নিজের টাকায় চলে। আবার এমনও হয়, নারী ও পুরুষের টাকায় যৌথভাবে চলে সংসার, সন্তান লালনপালন হয়, পরিবারের দেখাশোনার কাজ হয়। তাহলে ‘নারী শুধু পুরুষের টাকায় চলে’—এই বিতর্কের উদ্ভব কেন?
একই রকম আরও কিছু বিতর্ক হয়—নারী অঙ্ক পারে না, বিজ্ঞান বোঝে না, প্রযুক্তিতে গাধা। নারীর গাড়ি চালানোর হাত ভালো না। নারী খেলা বোঝে না, খেলতে পারে না। এই সব বিবৃতি—এগুলো নির্দিষ্ট সংখ্যক পুরুষেরা বলে মজা পায়।