কেএনএফের সাম্প্রতিক হামলা কিসের ইঙ্গিত দিচ্ছে

যুগান্তর প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৪, ১১:১২

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসী তৎপরতা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে রুমা ও থানচি এলাকার তিনটি ব্যাংক লুট করে তারা বান্দরবানজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, থানচি থানায় হামলা ও আলীকদমে একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে গুলিবর্ষণ করে তারা তাদের সক্ষমতার জানান দিয়েছে। প্রথমে রুমায় ২ এপ্রিল সন্ধ্যার পর সোনালী ব্যাংকের অর্থ লুট করে ও ম্যানেজারকে অপহরণ করে। সঙ্গে নিয়ে যায় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র।


পরে ৩ এপ্রিল প্রকাশ্য দিবালোকে গুলি করতে করতে সোনালী ও কৃষি ব্যাংকে ঢুকে লুটতরাজ করে নিরাপদেই স্থান ত্যাগ করে। এর পরদিন প্রায় শতাধিক কুকি-চিন সশস্ত্র সদস্য থানচি থানাকে চারদিক থেকে ঘিরে ফেলে দখল করার চেষ্টা করে। পুলিশ পালটা গুলি করলে ওরা সেখান থেকে সরে যায়। থানচি থানা হামলার দুই ঘণ্টার মধ্যে আলীকদমে নিরাপত্তা তল্লাশি চৌকিতে ওরা গুলিবর্ষণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us