বিশ্বের স্বপ্রতিষ্ঠিত ধনী নারীদের তালিকায় সবার ওপরের স্থানটি রাফায়েলা আপোন্তে দিয়ামান্তর। প্রায় ৩ হাজার ৩০০ কোটি ডলারের মালিক রাফায়েলা বিশ্বের ধনকুবেরদের তালিকায় আছেন ৪৮তম স্থানে।
ব্রিটিশ ম্যাগাজিন ‘ফোর্বস’ শতকোটি ডলারের মালিকদের যে তালিকা সম্প্রতি প্রকাশ করেছে, তার সূত্রে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।